ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ম শ্রেণীর ছাত্রের ব্যাগে কনডম!

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ম শ্রেণীর ছাত্রের ব্যাগে কনডম!

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: শহরের একটি পার্কে অভিযান চালিয়ে ৮ম শ্রেণীর ছাত্রের স্কুল ব্যাগ থেকে কনডম উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা পঞ্চবটির সিটি কর্পোরেশন এডভেঞ্চার ল্যান্ড পার্কে জেলা প্রশাসনের অভিযানে ৫ জন স্কুল ছাত্রকে আটক করা হয়। ওই সময় দেখা যায়, ৫ জন স্কুল ছাত্র স্কুল ফাঁকি দিয়ে পার্কে ঘোরাফেরা করছে। বিষয়টি ভ্রাম্যমান আদালতের সন্দেহ হলে ওই ৫ স্কুল ছাত্রের ব্যাগ তল্লাশী করে। এতে দেখা যায়, ওই স্কুল ছাত্ররা তাদের স্কুলের ইউনিফর্ম স্কুল ব্যাগে রেখে দিয়ে টি শার্ট পড়ে নিয়েছে যাতে তারা স্কুল ছাত্র সেটা না বোঝা যায়। ওই সময় একজন স্কুল ছাত্রের ব্যাগে তল্লাশী করে ৫টি কনডম পাওয়া যায়। এ ঘটনায় ৫ স্কুল ছাত্রকে আটক করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। আটককৃতরা সবাই কিশোর হওয়ায় তাদের অভিভাবকদের খবর দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা (পিএএ) জানান, গোপন সুত্রে অবগত হয়ে তারা এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, স্কুল পড়ুয়া কোন বাচ্চা স্কুল চলাকালে পার্কে আসতে পারবে না। আটককৃত বাচ্চারা স্কুল ড্রেস ব্যাগে লুকিয়ে পার্কে প্রবেশ করে। তাদের স্কুল ব্যাগ চেক করে তাদের কাছে কনডম পাওয়া গেছে। বিষয়টি আসলেই বিস্ময়কর। আটককৃতদের স্কুল শিক্ষক ও তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com