স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী( সাঃ) ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিশনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) বাদ জোহর এ সভা বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী মসজিদ কমপ্লেক্স চারারগোপ কালিরবাজারে অনুষ্ঠিত হয়।
জরুরি সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব এবং জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সভাপতি মুরাদ হোসেন জামাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ও জাকের পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক নাসির আহমেদ নাজ্জুম।
আরো বক্তব্য রাখেন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি লুৎফর রহমান খোকন ও জাকের পার্টি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারন সম্পাদক ও মহানগরের সাংগঠনিক সম্পাদক মো: শহিদ হাসান। বিভিন্ন থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।
অনুষ্ঠান শুরুতে মহাপবিত্র রওজা শরীফ কদমবুচি জানিয়ে অনুষ্ঠান শুরু করা হয়
অনুষ্ঠানের সভাপতি মুরাদ হোসেন জামাল বর্তমান বিশ্বের বাস্তবতা তুলে ধরে জাকের পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর খেদমত করার আহ্বান জানান।