স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি প্রয়াত দৌলত হোসেন মেম্বার এর স্মরণে চর সৈয়দপুর কবরস্থান রোড যুব সমাজের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে চর সৈয়দপুর কবরস্থান রোড এলাকায় দৌলত হোসেন মেম্বার স্মৃতি সংসদের উদ্যাগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে জেলা কৃষক লীগের সহ-সভাপতি প্রয়াত দৌলত হোসেন মেম্বার এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, আবুল হোসেন মেম্বার, জালাল মাদবর, রমিজ উদ্দিন মাদবর, বাদশা মাদবর, কামাল মুন্সি, দৌলত মেম্বারের সুযোগ্য পুত্র কাশেম সম্রাট, মিজানুর রহমান, রানা আহমেদ, ফয়সাল মাদবর, জাবেদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।