কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য আটক

কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জ থেকে কিশোরগ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শ নগর এলাকার অনি ম্যাডামের বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ছেলে সাগর (১৯), একই এলাকার ইঞ্জিনিয়ার ইসমাইল মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীনের ছেলে মোঃ রাব্বি (১৯), একই এলাকার লতিফ মোল্লার বাড়ীর ভাড়াটিয়া মোঃ আফসুর ছেলে মোঃ লিমন (১৮), একই এলাকার পারভেজ ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া মানিক মিয়ার ছেলে আশিক (১৯) ও পশ্চিম বক্সনগরের শাহাজাহান মোল্লার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল রশিদের ছেলে বিল্লাল (১৮)।

পুলিশ জানায়, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জে মারামারিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা পরস্পর যোগাসাজশে বেশ কিছুদিন ধরে পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া বা দাপট প্রদর্শণ করে আধিপত্য বিস্তার করছে। এছাড়া এরা সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, গতকাল রাতে আমরা তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীনও বলে জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com