নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের ১০বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
৭ই সেপ্টেম্বর ( বুধবার) বিকাল ৪টায় খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারে ড. শফিউদ্দিন আহমেদ মিন্টুর সভাপতিত্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টার এর প্রতিষ্ঠাতা ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু বলেন, সফলতার সহিত মানুষের সেবা দিয়ে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০ বছরে পদার্পণ করল। দিনে দিনে প্রতিষ্ঠান টি আলীরটেক তথা বক্তাবলী পরগণার মানুষের কাছে চিকিৎসা সেবার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। সকলের দোয়া ও সহযোগিতায় ইনশাআল্লাহ চিকিৎসা সেবায় এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার অনুকরণীয় হয়ে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন , সহকারী শিক্ষক মোঃ ফিরোজ , মাওলানা মোক্তার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।