রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের দুটি রেস্টুরেন্ট ও দুটি মুদি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহত হয়নি।
রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শেষপ্রান্তে অবস্থিত দহরগাঁও বাজারটি। ওই বাজারে প্রায় ১০-১২টির মতো বিভিন্ন মালামালের দোকান ঘর রয়েছে। সকালের দিকে হঠাৎ করে কালাম মিয়ার মালিকানাধীন রেস্টুরেন্টে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পার্শ্ববর্তী মুকুলের রেস্টুরেন্টেও আগুন ধরে যায়। পরে রাকিবুল ও মাহিনের মুদি ও মনোহরি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান তুহিন গণমাধ্যমকে বলেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আগুন আরও ছড়িয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।