বন্দরে বিদ্যুতপৃষ্টে রাজমিস্ত্রী জুম্মানের করুণ মৃত্যু

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রী জুম্মানের করুণ মৃত্যু

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে নির্মানাধীন ভবনের সেন্টারিং খুলতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে জুম্মান (২৬) নামে এক রাজমিস্ত্রী করুন মৃত্যুবরণ করেছে।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোডস্থ জনৈক হানিফ গাজী বাড়িতে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে  হয়ে ওই রাজমিস্ত্রী মৃত্যুবরণ করে।

নিহত রাজমিস্ত্রী জুম্মান বন্দর থানার নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার আসাদ মিয়ার ছেলে।এলাকাবাসীর মাধ্যমে দূর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে নিহত রাজমিস্ত্রী পিতা আসাদ মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার সকালে রাজমিস্ত্রি জুম্মান মিয়া নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার জনৈক হানিফ গাজী বাড়িতে সেন্টারিং খুলার কাজ করতে আসে। পরে রাজমিস্ত্রী জুম্মান লোহার সাবল দিয়ে নব র্নিমিত ভবনের সেন্টারিং এর কাঠ খুলার সময় অসাবধানতা বসত সাবলের সাথে বৈদ্যুতিক তারে স্পর্শ ঘটলে ওই সময় উল্লেখিত রাজমিস্ত্রি বিদ্যুতপৃষ্ট হয়ে পানিতে পরে যায়। ওই সময় স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় জুম্মানকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণের র্নিদেশ দেন। পরে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা গনমাধ্যমকে জানান, বিদ্যুতস্পৃষ্টে রাজমিস্ত্রী নিহতের ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় নিহতের পিতা আসাদ মিয়া বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সে সাথে নিহতের পরিবার বিনা ময়না তদন্তের লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করলে। লিখিত আবেদনের প্রেক্ষিতে বিকেলে নিহতের লাশ তার পিতার কাছে হস্তান্তর করা হয় ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com