রূপগঞ্জের মাদ্রাসা ছাত্র হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

রূপগঞ্জের মাদ্রাসা ছাত্র হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: রূপগঞ্জের মাদ্রাসা ছাত্র আরিফুর রহমান খোকন ওরফে আকাশ হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জান্নাতি বেগম ওরফে শাবনুর ও সিদ্দিক আলী। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। সেই সঙ্গে মামলার অপর দুই আসামি সাবিনা ও সুমন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদের বিরুদ্ধে সিদান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, মামলার চার আসামির মধ্যে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অপর দুই আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় আদালত পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com