রক্ষকই ভক্ষক!

রক্ষকই ভক্ষক!

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ। চুরির হাত থেকে নিজের সম্পদ বাঁচাতে মানুষ প্রহরী নিয়োগ দেয়। সেই প্রহরীই যদি চুরি করে, তাহলে কি আর করার থাকে। বন্দরের একটি প্রতিষ্ঠানে নৈশ প্রহরী কর্তৃক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনাটি বেশ আলোড়ন তুলেছে বন্দরে।

বন্দরে নৈশ্য প্রহরী কর্তৃক টেক্স লিংক কর্পোরেশন প্রতিষ্ঠানে চুরি ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

গত রোববার (২৮ আগষ্ট) রাতে মনারবাড়ী ও সোনাচড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার (২৬ আগষ্ট) রাত ৮টা থেকে গত শনিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার লক্ষনখোলা এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে উল্লেখিত প্রতিষ্ঠানের ম্যানেজার নাসির উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪০(৮)২২ তাং-২৯-৮-২২ইং ধারা- ৩৮১ পেনাল কোড-১৮৬০।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মনারবাড়ী ডিসি মিলস এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে আরিফ হোসেন (২৩) ও বন্দর থানার সোনাচড়া বনগন এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আব্দুর রশিদ (৬০)।

পুলিশ গ্রেপ্তারকৃতদের ওই মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানিয়েছে, চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত অভিযুক্ত আরিফ হোসেন ও আব্দুর রশীদ মিয়া র্দীঘ দিন ধরে বন্দর উপজেলার লক্ষনখোলাস্থ টেক্স লিংক প্রতিষ্ঠানে নৈশ্য প্রহরী হিসেবে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার (২৬ আগষ্ট) রাতে উল্লেখিত দুই নৈশ্য প্রহরী রাত্রী কালিন ডিউটিতে আসে। পরে গত শনিবার (২৭ আগষ্ট) সকাল সাড়ে ৭টায় প্রতিষ্ঠানের ম্যানেজার নাছির উদ্দিন প্রতিষ্ঠানে এসে দেখে উক্ত প্রতিষ্ঠানে ভিতরে রাখা ১৭টি মটর, ১টি আইপিএস মেশিন, বৈদুতিক তার, সিসিটিভি ও ডিভিআরসহ সর্বমোট ৭ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় দুই নৈশ্য প্রহরীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com