প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২২, ৪:৫৫ অপরাহ্ণ
অ্যাম্বুলেন্সের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
ফরহাদ খান, নড়াইল, প্রেসবাংলা২৪.কম: নড়াইলের লোহাগড়া উপজেলার আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তামিম মোল্যা হৃদয় (১৬) নিহত হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী। এ সময় তার দুই সহপাঠী বন্ধু সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
নিহত হৃদয়ের বন্ধু রফিক জানায়, প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় অ্য্যাম্বুলেন্সের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
Copyright © 2024 pressbangla. All rights reserved.