প্রেসবাংলা ২৪. কম: সোনারগাঁও উপজেলা পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
সোমবার ( ২২ আগষ্ট) বিকেলে সোনারগাঁও পিরোজপুর ইউনিয়ন মেঘনা শিল্পাঞ্চলে সোনারগাঁও উপজেলা পৌর বিএনপির আয়োজনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবদুস সালাম আজাদ।
আব্দুস সালাম আজাদ বলেছেন, ২০১৮ সালে প্রশাসন ও আওয়ামী লীগের গুণ্ডারা অবৈধভাবে একটি মধ্যরাতের নির্বাচন করেছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আরও একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা আবারও ক্ষমতায় আসার নীল নকশা করছে। কিন্তু আগামীতে বাংলাদেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।
এসপি, ডিসিসহ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, 'এই অবৈধ সরকারের পক্ষ না নিয়ে জনগণের পক্ষে অবস্থান নিন। শেখ হাসিনাকে জনগণ প্রত্যাখ্যান করেছে।
আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আপনাদের প্রশাসনের শ্রদ্ধা থাকা দরকার। বাংলাদেশের মেহনতি মানুষের পক্ষে আপনাদেরও থাকার কথা। এ দেশের ট্যাক্স এবং ভ্যাট দিয়ে, বাংলাদেশের মানুষের অর্থ দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়। সেই মানুষের প্রতি, শেখ হাসিনার নির্দেশে আপনারা আমাদের ওপর স্টিম রুলার চালাচ্ছেন। আমাদের কথা বলার পরিবেশ দেওয়া হচ্ছে না। আমরা যখন পারমিশন চাই, আমাদের পারমিশন দেওয়া হচ্ছে না। এর দায় কিন্তু শেখ হাসিনা এককভাবে বহন করবেন না। এর দায় প্রশাসনকেও বহন করতে হবে।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশে প্রতিটা জিনিসের যে উদ্বর্গতি তা মানুষের নাগালের বাহিরে। সরকার দলীয় লোকরা এসি রুমে বসে সাধারন মানুষ কষ্ট বুঝবে না। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারকে আর চায় না, তাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাহায্য চেয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও জানে, তার পায়ের নিচের মাটি সরে গেছে। বাংলার মানুষ আজ বিএনপির পক্ষে।
বিক্ষোভ সমাবেশে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগ এর সহ- সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব সহ প্রমুখ