রূপগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: রূপগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন সুমন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রূপগঞ্জের মুড়াপাড়া ডিগ্রি কলেজের পাশে পুকুরে গোসলে নেমে ডুবে যান তিনি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহত আবিরের বাবা বিল্লাল হোসেন বলেন, আমার ছেলে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো। আজ সকাল ১০টার দিকে ক্রিকেট খেলতে মুড়াপাড়া ডিগ্রি কলেজে যায়। বৃষ্টির কারণে খেলা না হওয়ায় বন্ধুরা মিলে পাশেই একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আমার ছেলে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার হোসনাবাদে। মুড়াপাড়ার ওয়াসা রোড এলাকার ৬৬/২/বি নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন তারা।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com