নিখোঁজের ২দিন পর মেঘনায় যুবকের লাশ উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:
মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর ভেসে উঠলে গতকাল মঙ্গলবার সকালে জাহিদুল আলম মেহেদী (১৮) নামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীর তীর থেকে মৃত্যু জাহিদুল আলম মেহেদীর মৃতদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত রবিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে ৮জন কিশোর এক সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় মেঘনা নদীর পানির প্রবল স্রোতে মধ্যে ডুবে নিখোঁজ হয় জাহিদুল আলম মেহেদী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ এলাকাবাসী উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ যুবক জাহিদুল আলম মেহেদীকে খুঁজে পাওয়া পায়নি। জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কোনারপাড়া গ্রামের বাসিন্দা।