বঙ্গবন্ধুর খুনিদের বিচারের আওতায় আনতে হবে : ডা. বিরু

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু বলেছেন, শত শত বছর পরে কোনো জাতির মধ্যে এমন একজন মানুষের আবির্ভাব ঘটে, যারা মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেমন একজন বিরল ব্যক্তিত্বসম্পন্ন রাজনৈতিক নেতা ছিলেন। তিনি বাঙালির হাজার বছরের ইতিহাসের এক মহানায়ক, তিনি ইতিহাসের ¯্রষ্টা। এই মহানায়কের এমন করুন মৃত্যুর কথা মনে হলে লজ্জা ও ঘৃণায় আমার মাথা নিচু হয়ে আসে। কতটা নিষ্ঠুর ও অকৃতজ্ঞ জাতি হলে বঙ্গবন্ধুর মত একজন বিশ^নেতাকে আমরা স্বপরিবারে হত্যা করতে পারি। সত্যিই আমরা অকৃতজ্ঞ, সত্যিই আমরা বেঈমান।

সোমবার (১৫ আগষ্ট) জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর হত্যাকারিদের বিচার চেয়ে তিনি আরও বলেন, যারা এই মহান নেতাকে নির্মম ভাবে হত্যা করেছে, শিশু রাসেলের বাঁচার চিৎকারেও যাদের মন গলেনি, তাদের একটাই সাজা হওয়া উচিৎ বলে আমি মনে করি। আর তা হলো ফাঁসি ফাঁসি ফাঁসি। তাদের ফাঁসি হলেই এদেশের মানুষ দীর্ঘদিনের কলঙ্ক থেকে মুক্তি পাবে। তাই দেশের বাইরে এখনও বঙ্গবন্ধুর যেসমস্ত খুনিরা অবস্থান করছে, তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে ফাঁসির কাষ্টে ঝুলানোর জন্য আমি গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এছাড়াও ডাক্তার বিরু বলেন, সারাবিশে^ যখন একটা সঙ্কটময় পরিস্থিতি বিরাজ করছে, বাংলাদেশও তার বাইরে নয়। সেই সুযোগে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের জীবন মান অনেক পরিবর্তন হয়েছে। তাই তাদের ডাকে এ দেশের জনগণ সাড়া দিবেনা। তবুও তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমরা সবাই প্রস্তুত আছি। যখনই নির্দেশ আসবে, আমরা তখনই রুখে দাঁড়াবো। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমরা রুখে দিবো, ইনশাআল্লাহ্। তাই এই শোক দিবসে শোককে শক্তিকে পরিনত করে আমরা এগিয়ে যাবই, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com