রাজনীতিতে ফিরেই গুরুত্বপূর্ন পদে আসছেন সোহেল তাজ!

রাজনীতিতে ফিরেই গুরুত্বপূর্ণ পদে আসছেন সোহেল তাজ!

প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ। এক দশক আগে রাজনীতি থেকে বিদায় নেন তিনি। তবে আবার রাজনীতিতে ফিরছেন তিনি।ডিসেম্বরে অনুষ্ঠেয় ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গুরুত্বপূর্ণ পদে আসছেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ জন্য তিনি মানসিক প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে।

সোহেল তাজের ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি সামনে আসে গত বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস ঘিরে।