পরিবেশ নষ্ট করে ফেললে আপনি বাঁচতে পারবেন না: ডিসি মঞ্জুরুল হাফিজ

প্রেসবাংলা ২৪. কম: জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন ,এই জেলায় সব সম্পতি অকৃষি, এই জেলায় কৃষি জমি নাই।আমার অল্প পরিমান জায়াগা নারায়নগঞ্জে আবাদি জায়গা খুবিই কম। তার মধ্যে একটু জায়াগ পেলেই বলে জায়গা দেন অফিস বানাবো। বিআইডব্লিউটি জায়গা লিজ দিয়ে দেয় নদীর পার। বিআইডব্লিউটিএ কে বলেছিলাম ঠিক মত পাহাড়া দিতে জাহাজের মালামাল ঠিকমত উঠানামা করতে পারে মানুষ মালামাল তুলতে পারে। তার একটা ব্যবস্থা করে দেয়ার জন্য। জায়গা পাইলেই ১৫ তলা। এই জন্য প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ । নারায়ণগঞ্জ মানুষ এতো বড় লোক কেনো নারায়ণগঞ্জে সবচেয়ে ধনী লোক এখানে। নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি কেনো ছিলো। স্কটল্যান্ডের একটি শহরে নাম ছিলো ডান্ডি ওই খানে পাটের মিল কল কারখানা ছিলো আর এখানেও পাটের কল কারখানা থেকেও যেতো পাট তার পাশে ছিলো শীতলক্ষ্যা। শীতলক্ষ্যার যৌবন ছিলো, ছিলো নদীর গভিরতা , ছিলো মাছ এখনো কিছু লোক পাবেন এই নদীতে সাতার কাটছে, মাছ ধরছে। এই জেলা শীতলক্ষ্যা ,ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, বালুনদী, বুড়িগঙ্গা মেঘনা নদী ৬টি নদী আর একটি অর্ধেক নদী। এই নদীর পানির কারণে এই জেলা প্রাচ্যের ডান্ডি। কারণ এই নদী দিয়ে যাতায়াত ছিলো পৃথিবীর সব জায়াগা থেকে জাহাজ এখানে আসতো। এই নদী আমরা শেষ করে ফেলছি। কি ভাবে শেষ করেছি মিল কলকারখান ময়লা আর্বজনা দিয়ে আর এই মিল কলকারখান ফলে বিষেশত্য কি বড় বড় মশা । এখানে মশা এত বড় যা হাতে ধরা যায়। কিন্তু গাছ লাগায় না।হাটার জায়াগা নাই। মরার দশা যা সব এই জেলায় আছে। কেউ যদি শীতলক্ষ্যা ডুবে যেয়ে মারা তার প্রথম কারণ অক্সিজেনে অভাবে। আমরা পরিবেশকে নষ্ট করে ফেলছি। আপনি পরিবেশ নষ্ট করে ফেললে আপনি বাঁচবেন না। আপনি যদি প্রকৃতিকে শাস্তিদেন প্রকৃতি আপনাকে প্রাকৃতিকভাবে শাস্তি দিবে। এই শাস্তিতে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমাদের দরকার বৃক্ষ মেলা।
বৃহস্পতিবার(১১ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৃৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এই সময় তিনি আরো বলেন আপনারা শুনে খুসি হবেন বাংলাদেশে সবচেয়ে বড় অফিসিয়াল ছাদ বাগান নারায়ণগঞ্জ জেলা। ছাদবাগান টাকে আরো সুন্দর করে করতে হবে। এবার নারায়ণগঞ্জে বৃক্ষ মেলায় ৬৭ হাজার গাছ বিক্রি হয়েছে।
এসময় পুরস্কার বিরতণী ও সমপানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার, ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম, জেলা বন বিভাগীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবু মুন্না, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ পরিচালক ড. মোহাম্মদ আব্দুল মাজেদ, নারায়ণগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতিরি সভাপতি মাওলানা খাজা হেছাম উদ্দিন চিশতি, ভাই ভাই নার্সরির পরিচালক মো নূরুল ইসলাম, এগ্রি একোয়া বিডির প্রতিষ্ঠাতা মো রাকিবুল হাসান প্রমুখ