পুলিশি বাঁধার মুখে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

পুলিশি বাঁধার মুখে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

প্রেসবাংলা ২৪. কম:  সারাদেশে নজিরবিহীন বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থানার প্রতিবাদে ও ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহতের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধার মুখে। এসময়ে পুলিশের সাথে মহানগর যুবদলের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বুধবার ( ৩ আগষ্ট ) সকাল সাড়ে এগারোটায় যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি খানপুর হাসপাতালের মোড় হয়ে চাষাঢ়ার দিকে যেতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশের বাঁধার দেয়। এসময়ে পুলিশি বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজল ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে । সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমন করতে চায়। এই সরকার আজ নিজেদের ব্যর্থতা আড়াল করতেই গুম, খুনে মেতে উঠেছে। তার প্রমাণ ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা। আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে আব্দুর রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তাঁরা আরও বলেন, আঃ রহিমের শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনের মধ্যদিয়ে সরকারকে পরাজিত করা হবে। এসকল গুম, খুন ও হামলা মামলা চালিয়ে আন্দোলন থেকে নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে  সরকারের বিদায় ঘন্টা বাজবে বলে হুশিয়ারি দেন তারা।

এবিষয়ে চাষাঢ়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ বলেন, আমরা তাদের মিছিল করতে বাঁধা দেয়নি। সাধারণ মানুষ ও জানমালের নিরাপত্তার স্বার্থে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহমেদ, মহানগর  যুবদলের সাবেক সহ- সভাপতি, গোলাম কিবরিয়া, নাজমুল হাসান রানা, হারুন অর রশিদ লিটন, মিজানুর রহমান, সাবেক সহ- সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, মঞ্জুরুল আলম মুসা, এম এ সাগর, শেখ মোহাম্মদ অপু, মিজানুর রহমান, আবুল হোসেন রিপন, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টু, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কায়সার আহমেদ, আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সদস্য নবী হোসেন নবু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন কমল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্তু, সহ- সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, সদস্য হাবিবুর রহমান মাসুদ, জুনায়েদ মোল্লা, যুুুুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, কামরুল হাসান রনি, লিংকন খান, আঃ হাকিম, মোক্তার হোসেন, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, মানিক বেপারী, বিল্লাল হোসেন, স্বপন, নুরুল ইসলাম, মো. জামান, শামীম, জেকি, হাবিব, হারুন অর রশিদ, জনি, মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হৃদয় প্রমূখ। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com