ফতুল্লা ঝুলন্ত লাশ উদ্ধার

রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারি এলাকায় রক্তাক্ত এক যুবকের লাশ পাওয়া গেছে। ঢাকা-নারায়গণঞ্জ লিংক রোডে রোববার (৩১ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, ‘এটা হত্যা নাকি দুর্ঘটনা বলা যাচ্ছে না’।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রেজাউল হক দিপু জানান,  লোক জনের মাধ্যমে জানতে পেরেছি, এক জন ব্যক্তিকে কয়েক জন লোক রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন। নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি, নাম-পরিচয় এখনো, জানা য়ায়নি। বিস্তারিত পরে জানাতে পারবো।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত ব্যক্তির বুকের অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com