বন্দরে তরুনীর আত্মহনন

বন্দরে তরুনীর আত্মহনন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের বন্দরে আত্মহত্যা করেছে এক তরুনী। রবিবার (৩১ জুলাই) ভোর আনুমানিক সারে ৪টায় ওই তরুনী নিজ ঘরের আড়ার সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেন। নিহত তরুনীর নাম মোসা. শিরিন আক্তার (২০)। সে বন্দর আমিন আবাসিক এলাকার মো. ইউসুফ মিয়ার মেয়ে।

বন্দর ফাড়িঁর উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, সকালে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। পরিবার ও আশে পাশে মানুষের কাছে খোঁজ নিয়ে প্রাথমিক ভাবে জানতে পারলাম, নিহত তরুনী মানসিক ভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এর জন্যই আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষ ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com