বোন জামাইয়ের ছুরিকাঘাতে হাশেমের মৃত্যু
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নের চর কাশিপুর এলাকায় বোন জামাইয়ের ছুরিকাঘাতে হাশেম মোল্লা (৫০) নিহত হয়েছেন। নিহত হাশেম সদর উপজেলার চর কাশীপুর জামে মসজিদ এলাকায় মৃত নূর হাশেম মিয়ার ছেলে।
বুধবার (২৭ জুলাই) সদর উপজেলার চর কাশীপুর জামে মসজিদ এলাকায় ওই ঘটনা ঘটে। জানা যায়, পারিবারিক দ্বন্দ্ব থেকে তর্ক-বিতর্ক, এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছুড়িকাঘাত করেন স্ত্রীর বড় ভাইকে। সাথে সাথে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু। তিনি জানান, অভিযুক্ত ছোট বোনের স্বামী আল আমিন (৩৫) পলাতক আছে। আমরা আসামীকে আটককের চেষ্টা করছি। পারিবারিক দ্বন্দ্ব থেকে তর্ক-বিতর্ক হয় ছোট বোনের স্বামীর সাথে। একপর্যায়ে ছোট বোনের স্বামী ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। লাশ আপাতত ঢাকা মেডিকেলে আছে। এই ঘটনায় নিহতের ভাই জামাল হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।