নানা অব্যবস্থাপনার কারনে আমাদের গালি দেয় : শামীম ওসমান
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, লোকেরা আজকাল নানা অব্যবস্থাপনার কারনে আমাদের গালি দেয়। প্রশাসনের যারা আছে তারা তো কাজ করে বদলী হয়। কিন্তু আমরা যারা রাজনীতি করি তাদেরকে গালি খেতে হয়। আমাদের কাজ বলা আর প্রশাসনের কাজ করা। রাজনীতি করতে এসে সত্য কথা যদি বলতে না পারি রাজনীতি করব কেন।
বুধবার (২৭ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়ায় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সড়কে মহাসড়কে ট্রাক থামিয়ে দীর্ঘ জ্যাম বাধিয়ে টোকেন দিয়ে চাঁদা আদায় করা হয়। রাস্তায় টাকার জন্য রিকশা, বেবী ট্যাক্সি টেম্পুর চাকা ফুটা করা হয়। লিংক রোডের পাশে এত সুন্দর সড়কের পাশে মরা গরু পড়ে থাকে। ময়লা আবর্জনা পড়ে থাকে দুই পাশে। ফলে সড়কের পাশে যে ড্রেন হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। এক সময়ে পানি প্রবাহ না হলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। আর এতে মানুষ কষ্ট পাবে।
তিনি আরও বলেন, অব্যবস্থাপনার কারণে আজকাল মানুষ আমাদের গালি দেয়। ফুটপাতে হকার বসে তারাও কাউকে না কাউকে টাকা দেয়। পরিবেশ নিয়ে যারা কাজ করে যারা ম্যাজিস্ট্রেট তাদের এগুলো দেখা দরকার। মীর জুমলা সড়ক বন্ধ। চৌকি বসিয়ে টাকা নেওয়া হয়। এসব কারণে লোকজন আমাদের গালি দেয়।