নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি শেখ রিজাউল হক
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) পুরষ্কার পেলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু। ফতুল্লায় অল্প কিছুদিন হলো তিনি যোগদান করে ফতুল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল পারফরম্যান্স দেখানোর ফলে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার পেয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা পুলিশ লাইন্সেরমাল্টিপারপাস হলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কাজের স্বীকৃতি স্বরুপ পুরষ্কার হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জায়েদুল ইসলাম পিপিএম বার।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ পুলিশ সুপার পদে পদোন্নতি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসানসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, ফতুল্লা মডেল থানায় যোগদানের পর তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন সহ সকল প্রকার অপরাধ দমনে কাজ করে আসছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় উর্ধবতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আগামী দিনগুলোতেও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই। সাধারণ মানুষের জন্য আমার থানা সবসময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে। এছাড়া থানা এলাকার অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে ফতুল্লাবাসীর জন্য পুলিশের সেবার বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। মানুষ যেন থানায় এসে সেবা না পেয়ে ফিরে না যায়। পুলিশের মাধ্যমে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেজন্য থানার সকল অফিসারদের কঠোর ভাবে বলা হয়েছে।