কমর আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ডিসি

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কমর আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত স্বাস্থ্য কর্নার পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ। এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্কুল কতৃপক্ষ।

বুধবার (৮ জুন) দুপুর ২টায় তিনি স্কুলের স্বাস্থ্য কর্নার পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদেরকে স্কুলের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। করোনা ভাইরাসের কারনে আমরা যতটুকু পিছিয়ে ছিলাম এখন সময় হয়েছে সেটা কাটিয়ে ওঠার। তাই এখন আর করোনার অযুহাত দেখানো চলবেনা।
তিনি আরো বলেন, আপনাদের স্কুলে বঙ্গবন্ধু কর্ণার নেই কেন? ছেলে মেয়েরা কি শিখবে তাই যতো তারা তারি সম্বব স্কুলে বঙ্গবন্ধু কর্ণার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালাউদ্দিন মোল্লা, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা এসিল্যান্ড আবু বকর, স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, আজীবন দাতা সদস্য প্রফেসর ড. শিরিন বেগম, আজীবন দাতা সদস্য মোঃ শাহআলম, সহকারী শিক্ষক নাজমুন নাহার, প্রভাতি শাখার প্রধান শিক্ষক মোতাহার হোসেন, শিক্ষক প্রতিনিধি ডাঃ পারভীন আখতার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com