ফতুল্লায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রেসবাংলা ২৪. কম: বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আনন্দ র্যালি ও কেক কেটে দিবসটি পালন করা হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকার আকবর টাওয়ার কনভেনশনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা দৈনিক যায়যায়দিন পত্রিকার ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশের প্রথমসারির একটি জনপ্রিয় পত্রিকা হিসাবে আখ্যায়িত করেন। বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমটিকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা। আর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকারটির উজ্জল ভবিষ্যত কামনা করেন।
অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের উপস্থাপনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, দৈনিক কালেরকন্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলিপ কুমার মন্ডল, নিউজ পোটাল প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক ফখরুল ইসলাম, ফতুল্লা রিপোটার্স ক্লাবের সভাপতি রনজিত মোদক, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক উজ্জিবীত পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, সোহেল সরকার, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা আব্দুল হামিদ প্রধান প্রমুখ।
ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু বলেন, যায়যায়দিন একটি স্বনামধন্য একটি দৈনিক পত্রিকা। একসময়ে পত্রিকাটি ব্যাপক আলোচিত ছিল। সকলের হাতে হাতে পত্রিকাটি দেখা যেতো। সামনে ভালো ভালো সংবাদ প্রকাশ করে পূর্বের মতো আবারো আলোচনায় আসবে সেই প্রত্যাশা করছি।
তিনি আরও বলেন, ফতুল্লায় সন্ত্রাস, ভূমিদস্যু, কিশোর গ্যাংদের বিষয়ে কোন আপোষ করবো না। সমাজের সকল ধরনের অপরাধী দমন করতে আমরা কাজ করে যাচ্ছি। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। অপরাধীরা যতই বড় শক্তিশালী হউক না কেন কোন ভাবে ছাড় দেয়া হবে না। ফতুল্লাবাসী আমাকে সহযোগিতা করলে আমি জনগণকে সেবা দিতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, আওয়ামী লীগ নেতা মো. জুয়েল হোসেন, রাজু প্রধান, জুয়েল প্রধান, যুবলীগ নেতা সেলিম, মাসুম, ববি বাদল, রাশেদুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান আহম্মেদ, ছাত্রলীগ নেতা শুভ, ছাত্রলীগ নেতা রিয়াজউদ্দিন কবির, সাফায়েত হোসেন সৌরভসহ অনেকে।