রূপগঞ্জে স্বামী স্ত্রী হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামী-স্ত্রী হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন, লোকমান, শফিক, মো. সুমন, আরিফুল ও জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছেন এবং বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে তাকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয়। একইসঙ্গে ওই নারীর স্বামীকেও হত্যা করে আসামিরা। পরে ১৬ আগস্ট তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত নারীর বাবা আনোয়ার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এই ঘটনায় মামলা হলে রূপগঞ্জ থানা পুলিশ দীর্ঘসময় মামলাটির তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণের পর আজ রায় ঘোষণা করেন।