ফতুল্লায় গাঁজাসহ পরিমনি গ্রেপ্তার

ফতুল্লায় গাঁজাসহ পরিমনি গ্রেপ্তার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় গাঁজাসহ শাহিদা ওরফে পরিমণিকে (৪৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তার শাহিদা ওরফে পরিমণি ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারের সাইফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর বারেকের স্ত্রী।

রোববার (৫ জুন) রাতে তাকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশ ১৯৫ পুরিয়া গাঁজা ও গাজাঁ বিক্রির ২ হাজার ৪ শত টাকা উদ্ধার করে।

পুলিশ জানায়, রোববার রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির ও সহকারী উপ-পরিদর্শক সিরাজ মাতাব্বুর সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠস্থ এলাকায় অভিযান চালিয়ে শাহিদা ওরফে পরিমণির নিজ রুম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার নিকট থেকে ১৯৫ পুরিয়া গাঁজা সহ গাঁজা বিক্রির ২ হাজার ৪ শত টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com