বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনুর্ধ্ব-১৭, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা অনুর্ধ্ব-১৭ নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশসাক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রহিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, জেলা ক্রিড়া অফিসার নাজিমউদ্দীন ভূইয়া, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আরিফ মিহির।
ফাইনাল খেলায় বালিকা অনুর্ধ্ব-১৭, ৩-১ গোলে নারায়ণগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বালক অনুর্ধ্ব-১৭, ট্রাইব্রেকারে ৩-২ গোলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে হারিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব লাভ করে।
প্রধান অতিথির বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com