৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম।
বুধবার (১৮ মে) দুপুরে উপজেলার তারবো পৌরসভার বরপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় দুইটি খাবার হোটেলকে দুই হাজার টাকা করে জরিমানাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, বরপা এলাকায় রাজনৈতিক প্রভাবশালিদের ছত্রছায়ায় উচ্চ চাপসম্পন্ন শিল্প সংযোগ থেকে অবৈধভাবে তিন কিলোমিটার বিস্তৃত আবাসিক সংযোগ নেয়া হয়েছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি জানতে পেরে আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়া হয়।
তিনি আরও জানান, রূপগঞ্জ উপজেলায় ত্রিশটি পয়েন্টে প্রায় ত্রিশ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করা পর্যন্ত অভিযান চলবে।











