শেখ হাসিনার কারণেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: জাকির চেয়ারম্যান

শেখ হাসিনার কারণেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল: জাকির চেয়ারম্যান
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা স্বপ্ন দেখেন, তা বাস্তবায়ন করেন। পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে দেশি-বিদেশি বহু রকমের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু শেখ হাসিনা দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন তিনিই পারেন। আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা অন্যকোন সরকারের আমলে হয়নি।
আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পুরান গোগনগর মতিন পাঠানের বাড়ি থেকে বাদল মিয়ার বাড়ি পর্যন্ত নতুন সড়কে ইটের সলিং বিছানোর কাজের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ ইতিহাসের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়েছে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক জয়নাল, ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল হোসেন, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু, সংরক্ষিত নারী মেম্বার রোমান, তাসলিমা সহ আরও অনেকে।











