অপহরণের ১৩ দিন পর নারী উদ্ধার, গ্রেফতার যুবক

অপহরণের ১৩ দিন পর নারী উদ্ধার, গ্রেফতার যুবক

প্রেসবাংলা ২৪. কম:  নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরী থেকে গার্মেন্টস নারী শ্রমিককে অপহরনের ১৪ দিনের মাথায় অপহৃত নারী শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শামীম নামক এক যুবক কে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১০ মে) বিকেলে ফতুল্লার শাসনগাঁ এলাকা থেকে অপহৃত নারী শ্রমিক উদ্ধার সহ গ্রেফতার করা হয় শামীম কে। এর আগে ৯ মে অপহৃতের বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপহরনের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত শামীম ফতুল্লা থানার শাসনগাঁয়ের শাহিনের বাড়ীর ভাড়াটিয়া ও পাবনা জেলার চাট মোহর থানার মেছের আলীর পুত্র।

মামলা তথ্য থেকে জানা যায়, অপহরণকৃত ঐ মেয়ে বিসিক শিল্পনগরীস্থ ইউটো টেক্স নামক একটি পোষাক তৈরি কারখানায় কাজ করে আসছিলো। একই গার্মেন্টেসে কর্মরত শামীম নামক এক যুবক প্রতিনিয়ত তার বোন কে প্রেমের প্রস্তাব দেওয়া সহ নানা ভাবে উত্যক্ত করতো। বিষয়টি বাদীকে অবগত করা হলে এ নিয়ে বাদী একাধিকবার অভিযুক্ত শামীম কে উত্যক্ত করতে নিষেধ করে। গত মাসের ২৭ তারিক সকাল পৌনে আটটার দিকে বাদীর বোন নিজ কর্মস্থল ইউরোটেক্সের সামনে পৌছামাত্র পূর্ব থেকে সিএনজি নিয়ে অপেক্ষামান শামীম বাদীর বোনের পথরোধ করে তাকে জোর পূর্বক সিএনজিতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানায়,অপহৃত গার্মেন্টস কর্মীর তরুনীর বোন অপহরনের মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অপহৃতকে উদ্ধার সহ শামীম নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।