২০ কেজি গাঁজা উদ্ধার’ ভোলাইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী অধরা লম্বা বাবু

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল ওরফে লম্বা বাবু’র গোডাউন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ সময় পুলিশের অভিযানের সময় পেয়ে মাদক ব্যবসায়ী লম্বা বাবু পালিয়ে যায়।
শনিবার (৩০ এপ্রিল) রাতে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানান, ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার হাবিবুল্লাহর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী লম্বা বাবু দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। সে দেশের বিভিন্ন জেলা হতে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার বড় ধরনের চালান এনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এমনকি তার অস্ত্রের ব্যবসাও করারও অভিযোগ রয়েছে। সে এলাকায় কাঁচা মালের ব্যবসার সাইনবোর্ড লাগিয়ে আলিসান ভাবে চলাফেরায় মানুষের দৃষ্টি পড়ে। তার পরও এলাকার লোক ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গেদ্দার বাজার এলাকার অভিযান চালিয়ে তার কাঁচা মালের গোডাউন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লন্বা বাবু বিএনপির অস্ত্রধারী ক্যাডার। সে মাদক বিক্রি সহ এলাকার নিরীহ মানুষকে নানা ভাবে হয়রানী করে। এমনকি গামেন্টের শ্রমিকদের আটকে টাকা পয়সা সহ মোবাইল ছিনিয়ে নেয়। তার পরও তার ভয়ে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পায় না। সে এলাকায় দাপটের সহিত মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক বিক্রি করে চলছে। তাকে গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী। ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির জানান, লম্বা বাবুর বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগের শনিবার রাতে অভিযান চালিয়ে তারই গোডাউন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে শুধু গাজা নয় ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করারও অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।











