জেলা গোয়েন্দা পুলিশের জালে বিয়ার ব্যবসায়ী রাজু

প্রেসবাংলা ২৪. কম: ১২০ ক্যান বিয়ারসহ রাজু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৯ এপ্রিল) সাড়ে ১১টায় ফতুল্লার লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রাজু (২৫) ফতুল্লার লামাপাড়া এলাকার মৃত আশোক আলীর ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়।











