
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর পক্ষ হতে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়া হলো ঈদ খাদ্য সামগ্রী।
শনিবার (৩০ এপ্রিল) সকালে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন কাউন্সিলর আব্দুল করীম বাবু। ১২ হাজার পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান শেষে প্রতিটি মানুষ হাসি আনন্দে ঈদ উদযাপন করবে এটাই স্বাভাবিক। কিন্তু সমাজের প্রতিটি মানুষের পক্ষে তা হয়ে উঠেনা কারন প্রতিটি মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা একরকম নয়। তাই আমি আমার ওয়ার্ডের হাজারো অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে প্রতিটি ঘরে এ ঈদ সামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছি।
এ সময় তিনি সমাজের বিত্তবানদের উদ্দেশ্যে বলেন, সমাজে যারা বিত্তবান রয়েছেন আমি মনে করি তাদের প্রত্যেকের উচিত গরীব ও অসহায় মানুষদের পাশে এগিয়ে আসা। আপনারা মন খুলে অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়ান।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমান সম্পর্কে বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান আমার রাজনৈতিক শিক্ষাগুরু। আজ তার মৃত্যুবার্ষিকী, আল্লাহ তার পরিবারের সকলকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক। তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুরাদ হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, সিরাজুল হক, মুদ্দাদ হোসেন বেপারী, এসবি স্যাটালাইটের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েন সহ এলাকার যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।