
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বাদ জুম্মা ফতুল্লার বক্তাবলী মধ্য মহল্লা বায়তুল নুর জামে মসজিদ (মেম্বারবাড়ী) ফতুল্লা থানা মৎসজীবী দলের সভাপতি রাসেল প্রধানের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময়ে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা থানা মৎসজীবী দলের সভাপতি রাসেল প্রধান।
দোয়া শেষে এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তিনি অতিদ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। তিনি বলেন, পরিকল্পিতভাবেই মামুন মাহমুদের উপর এই হামলা করা হয়েছে। আমরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সাথে অতিদ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
সোমবার (২৫ এপ্রিল) রাতে ঢাকার পল্টনে কস্তুরী হোটেলের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মানুন মাহমুদকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেজিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।