প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২২, ৪:০৫ অপরাহ্ণ
বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফ গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: সাড়ে ২৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। ২৮ এপ্রিল রাতে রূপগঞ্জ থানাধীন গোলকান্দাইল দক্ষিণ পাড়া এলাকা থেকে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ রুবেল ওরফে আরিফ নামক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল ওরফে আরিফ (২৭) রূপগঞ্জ চনপাড়া এলাকার মৃত আজাহারের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস দলটি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছেন বলে জানা যায়।
এ সংক্রান্তে রূপগঞ্জ থানার মামলা নং- ৮৩, তারিখ- ২৯/৪/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.