জিকুর উদ্যোগে ১হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ (রিভার সিটি) প্রজেক্ট চেয়ার ও সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের সভাপতি নুরুজ্জামান জিকু। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে বক্তাবলীর রাজাপুর সরকারী প্রাথমিক স্কুলে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময়ে নুরুজ্জামান জিকু সকলের দোয়া কামনা করে বলেন, পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্ঠা। সমাজে যারা বিত্তবান আছেন, তাদের প্রত্যেকের উচিত আশপাশের মানুষের খোজ খবর নিয়ে তাদের পাশে থাকার।
মানুষের সেবার মাধ্যমেই আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। আমি বক্তাবলী পরগনার প্রতিটি গ্রামে প্রায় ১হাজার পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করছি।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপদেষ্ঠা বারেক সরদার, সহ সভাপতি মোঃ শফিক, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রধান, অর্থ সম্পাদক মোসলেউদ্দিন, প্রচার সম্পাদক তুহিন হাসান, ক্রিড়া সম্পাদক কাউসার মুহিত আকাশ, কার্যকরি সদস্য শাহিন, জাহাঙ্গীর, কাদির, রাসেল চৌধুরী, মহিউদ্দিন ভূইয়া প্রমূখ।