জেলা পরিষদের প্রশাসক হলেন আনোয়ার হোসেন

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ১৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ বিলুপ্ত করা হয়। সেদিন থেকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে ১৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ দপ্তর এর এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ২৩ জানুয়ারী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেব তাঁর ৫ বছর পূর্ণ হয়।
জানা গেছে, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন আনোয়ার হোসেন। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০১৭ সালের ২৩ জানুয়ারী দায়িত্ব গ্রহণ করেন।











