ভুয়া ডিবির পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগে ১জন গ্রেফতার

প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই ও চাঁদাবাজীর অভিযোগে সোর্স রুহুল আমিনকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। ২৪ এপ্রিল রাতে শহরের ২ নং রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমিন কুমিল্লা জেলার দেবীদ্বার থানা বাবুর এলাকার মৃত আ: ছাত্তারের ছেলে। বতর্মানে শহরের দেওভোগ পাক্কারোড এলাকার ভাড়া বাসায় বসবাস করে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. কায়েস মীর জানান, দীর্ঘ দিন যাবৎ শুনে আসছি শহর ও শহরতলীতে একটি প্রতারক চক্র ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও চাঁদাবাজী করে আসছে। রোববার রাতে ওই প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রুহুল আমিন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এর আগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের মামলা রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com