কিশোরী ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

কিশোরী ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মো. শাহাদাৎ হোসেন (৪৩) নামে এক মাদরাসা শিক্ষক গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

৮ এপ্রিল ওই কিশোরী একটি ফাস্টফুডে খাবার কিনতে গেলে তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান শাহাদাৎ। এরপর একটি বাসায় তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। সবশেষ ১৯ এপ্রিল কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেন শাহাদাৎ হোসেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।