প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২২, ৩:২০ অপরাহ্ণ
কিশোরী ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

প্রেসবাংলা ২৪. কম: ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাওলানা মো. শাহাদাৎ হোসেন (৪৩) নামে এক মাদরাসা শিক্ষক গ্রেফতার হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার শাহাদাৎ হোসেন উত্তর মাসদাইর এলাকার কেতাবনগর জামে মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী নুরানি মাদরাসা ও হেফজখানার শিক্ষক। শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। কিশোরীর মা মামলার অভিযোগে উল্লেখ করেন, তার ১২ বছর বয়সী ছেলে ওই হেফজখানার আবাসিক ছাত্র। ফলে ছোট ভাইকে খাবার দেওয়ার জন্য তার মেয়ে প্রায়ই মাদরাসায় যেতো। একপর্যায়ে মেয়েকে কুপ্রস্তাব দেন মাওলানা শাহাদাৎ হোসেন।
৮ এপ্রিল ওই কিশোরী একটি ফাস্টফুডে খাবার কিনতে গেলে তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান শাহাদাৎ। এরপর একটি বাসায় তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। সবশেষ ১৯ এপ্রিল কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দেন শাহাদাৎ হোসেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.