কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেসবাংলা ২৪. কম: কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীরা শতস্ফুত ভাবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

শুক্রবার (২২ এপ্রিল) দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএ সাত্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের উপস্থিত থাকার কথা থাকলেও আবহাওয়ার কারণে উপস্থিত হতে পারেনি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফি, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, শামীম আহম্মেদ, এমদাদুল হক খোকা, আওয়ামী লীগ নেতা বশির আলম ফাতু, হারুন অর রশীদ, শাহ আলম, রূপচান, সরদার সালাউদ্দিন, বিশ্বাস লুৎফর রহমান, বদিউল আলম বধু, অশোক সরকার, জুয়েল হোসেন, আবুল কালাম, আব্দুল হামিদ প্রধান, শরীয়ত উল্লাহ বাবু, জহির দেওয়ান, শরিফুল দেওয়ান, মোক্তার হোসেন, মহিলা নেত্রী মিনু বেগম, শাহনাজ, রেশমা, ছাত্র লীগ নেতা আল আমিন, যুবলীগ নেতা মুন্না, শরিফ হোসেন, সহ আরো অনেক নেতাকমী।