ফল ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার মাহফিল ও খাবার বিতরণ
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান ও তাঁর স্বজন প্রিয়জন সকল কবরবাসীর মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উত্তর চাষাড়া জিয়া হলের পিছনে ফল ব্যবসায়ী সংগঠনের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষ সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
ফল ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোঃ রাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে র সভাপতি ও এনএএন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির যুগ্মম সাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি, উওর চাষড়া পঞ্চায়েত প্রধান মোঃ নুরুল হুদা সমাজ সেবক মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ভান্ডারী, দুরপাল্লা পরিবহন নেতা মোঃ কাবির হোসেন, নারায়ণগঞ্জ অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, ফল ব্যবসায়ী সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন, সহ সভাপতি আলম চান, বাপ্পি,জিসান, সাধারণ সম্পাদক মোঃ আলম বেপারী,মোঃ নাছির উদ্দিন, মোঃ জিসান প্রমুখ।