আবারও এক টেবিলে শামীম-আইভী

আবারও এক টেবিলে শামীম-আইভী

প্রেসবাংলা ২৪. কম: আবারও এক টেবিলে বসে ইফতার করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তারা এক টেবিলেই বসেন। তবে এবারও তাদের মধ্যে কোনো কথা হয়নি বলে একটি সূত্র জানিয়েছে।

ইফতারে আইভী ও শামীম ওসমানের সঙ্গে একই টেবিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌস।