বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার বলেন, পবিত্র মাহে রমজান শেষ পর্যায়ে। রোজায় এসব শ্রমিক ও কর্মচারীর পরিবার অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বিআইডব্লিউটিএ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করলেও যাত্রীরা ঠিকই সাধারণ ছোট ট্রলার করে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। গত ২০ মার্চ কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির পর থেকে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে। এতে লঞ্চ শ্রমিক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। অবিলম্বে নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে লঞ্চ চালুর দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মো. মঈন মাহামুদ, জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন চুন্নু, কবির হোসেন, আক্তার হোসেন ও শাহাদাৎ হোসেন প্রমুখ।