কে, এম উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য হলেন সোহেল মাদবর

প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানার এনায়েতনগরের মুসলিমনগর কে এম উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য নির্বাচিত হলেন এনায়েত নগর ইউনিয়ন যুবলীগ নেতা শিক্ষানুরাগী মোঃ সোহেল মাদবর।

১৮ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলায় মুসলিমনগর কে, এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্টিত হয় । নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন আওয়ামীলীগ নেতা এম এ মান্নান  । কমিটিতে কো-অপ্ট সদস্য হন সোহেল মাদবর।

সোহেল মাদবর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ায় আমি নিজেকে গর্বিত মনে করি।কারন শিক্ষাই সমাজকে সুন্দর করে আগামীর প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে। সেই শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।  আমাকে স্কুলের ম্যনেজিং কমিটির কো-অপ্ট সদস্য করায় মাননীয় এম পি মহোদয় সহ সকলকে ধন্যবাদ জানাই। এখন থেকে স্কুলের সার্বিক মান উন্নয়ণে কাজ করব। শিক্ষার্থীদের শিক্ষার মান যাতে বৃদ্ধি পায় সেই লক্ষ্যে কমিটির সভাপতি সহ সকলকে নিয়ে কাজ করব।  আমার কমিটির মেয়াদে কোনরকম দুর্ণিতিকে প্রশ্রয় দিবনা ইনশাআল্লাহ।

উল্লেখ্য নির্বাচনের আগের নব-নির্বাচিত সভাপতি এম এ মান্নান এর সাথে সভাপতি পদ নিয়ে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য কাজী কাশেম গ্রুপের সাথে বাকবিতক্তা হয় । একপর্যায় মান্নানকে স্কুলের ভিতর অবরুদ্ধ করে রাখা হয় ।  শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com