
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আধারে দুটি ড্রাম ট্রাক ও একটি
ভেকুতে অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার জি এন ডি ইট ভাটার কাছে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মেসার্স সাগর বির্ল্ডাসের দুটি ড্রাম ট্রাক রেজিঃ নং ঢাকা মেট্রোÑট-১৫-৫১২২ ও ঢাকা মেট্রো-ট- ২২-৭১২৪ যোগে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাস মসজিদ এলাকা থেকে কাঁচা রাস্তা, পাকা রাস্তার নির্মাণ কাজের বালু আনার জন্য রাত ৯টার দিকে মদনপুর যাচ্ছিল গাড়ী গুলো। এ সময় ট্রাক দুটি ইট ভাটার কাছে পৌঁছা মাত্রই পরিকল্পিতভাবে ছোট ফাউসা এলাকার রকিব,মতিউর রহমান,মাহফুজ, কামাল, জহিরুল, পিয়ার সহ আরো ২০/৩০ জন অজ্ঞাত দুবৃত্তরা ড্রাম ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাকের দুই ড্রাইভার শামীম (৩৫) ও মের্শেদুল (৩২) কে ট্রাক থেকে নামিয়ে তাদের পিটেয়ে গুরতর আহত করে দুবৃত্তরা দুটি ট্রাকে অগ্নি সংযোগ করে । এ সময় রাস্তার পাশেই অবস্থান করা আরেকটি ভেকুতে ও তারা অগ্নি সংযোগ করে ড্রাইভারদের ভয়-ভিতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে আড়াইহাজার ফায়ার ষ্টেশনের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। আহত দুই ড্রাইভারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ব্যপারে ওই রাতেই মেসার্স সাগর বিল্ডার্সের সাইড ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে নাম উল্লেখ করে এবং ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ অভিযোগ প্রাপ্তির কথা স্বিকার করে বলেন ঘটনাস্থল পুলিশ পরিদর্শণ করেছে । পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।