নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে লঞ্চ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট

নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে লঞ্চ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে লঞ্চ চালুর দাবিতে অবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে এ অবস্থান ধর্মঘট পালিত হয়। এ সময় লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত না হলে কঠোর আন্দোলনের কথা জানান শ্রমিকরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মো. মঈন মাহামুদ, জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন চুন্নু, কবির হোসেন, আক্তার হোসেন ও শাহাদাৎ হোসেন প্রমুখ।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com