নারায়ণগঞ্জে জাতীয় পার্টি মানেই ওসমান পরিবার : বিদিশা

প্রেসবাংলা ২৪. কম: দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। সোমবার (১৮ এপ্রিল) বিকালে মাসদাইর এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক বাছেদ আহমেদের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন কো- চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আইন উপদেষ্টা জননেতা এ্যাডভােকেট কাজী রুবায়েত হাসান,জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কর্ণেল (অবঃ) শাহজাহান সিরাজ, যুগ্ম মহাসচিব কর্ণেল (অবঃ) হাবিবুল হাসান,যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, আরােও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য পীরজাদা সৈয়দ যােবায়ের আহম্মেদ, ডা. জহিরুল ইসলাম, মাে: গােলাম মােস্তফা পাটওয়ারী, মাে: বজলুর রহমান পাটওয়ারী, মাওলানা ফেরদাউস আহম্মদ কোরাইশী, এজাজ আহম্মেদ খাঁন,কাজী মনির হােসেন রুবেল,কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব সহ নারায়নগঞ্জ জেলা শাখা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এ সময়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জ মানেই নাসিম ওসমান। আগে নারায়ণগঞ্জে খুব একটা চিনতাম না, এখন প্রায়ই আসি। এখন আমার কাছে মনে হয় নারায়ণগঞ্জ আমার বাড়ি। নারায়ণগঞ্জে জাতীয় পার্টি মানেই ওসমান পরিবার। নারায়ণগঞ্জে অনেক স্মৃতি রয়েছে এরশাদ সাহেবের।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান দাবি করেন তিনি বৈধ চেয়ারম্যান না। তিনি রাতের আধারে এরশাদ সাহেবের থেকে সাক্ষর নিয়ে চেয়ারম্যান হয়েছে, সেই বিষয় একটি রিটও আছে।











