কিশোর ছেলেকে পিটিয়ে হত্যা করলো বাবা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সজীব মিয়া (১২) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন তার বাবা। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। এর আগে শনিবার (১৬ এপ্রিল) রাতে পারিবারিক কলহের জেরে সজীবকে বেধড়ক মারপিট করেন তার বাবা রুবেল। পুলিশ ও স্থানীয়রা জানয়েছেন, রুবেল মাদকাসক্ত।

শনিবার রাতে পারিবারিক কলহের জেরে রুবেল তার ছেলে সজীবকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। মারধরের সময় রুবেল ছেলের পেটে একাধিক লাথি মারেন। এরপর থেকে অসুস্থ হয়ে পড়েন সজীব। রোববার তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। নাক ও কান দিয়ে রক্ত ঝরতে শুরু করে সজীবের। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ছেলের মৃত্যুর পর রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।