
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জে বন্ধ লঞ্চ শ্রমিকদের বকেয়া বেতন, বােনাস ও কাজ ফিরিয়ে দেয়া এবং লঞ্চ চলাচল চালুর দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। বুধবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ দাবী জানান তারা।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, সারাদেশে ছোট লঞ্চ আছে প্রায় ৮শ এর মতো আর নারায়ণগঞ্জে আছে ৭০টি লঞ্চ যার এখন বন্ধ আছে। এর কারনে অনেক শ্রমিকরা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যদি ঈদের আগে লঞ্চ চালু করা না হয় তাহলে সারাদেশে যদি লঞ্চ চলাচল বন্ধ করে দেয় জাহাজী শ্রমিকরা তাহলে তার দায়বার কর্তৃপক্ষকে নিতে হবে।
নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে এমভি রুপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন এর ডুবে যায়। এতে ১০ জন মানুষের প্রাণহানী ঘটে। এর পর থেকেই অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ কর্তৃক ঐ রোডের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। তারপর থেকে লঞ্চ পরিবহন শ্রমিক ও কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যায়।